নিজেদের গল্প বলে বঙ্গবন্ধুর গল্প শুনল শ্রমজীবী শিশুরা

নিজেদের গল্প বলে বঙ্গবন্ধুর গল্প শুনল শ্রমজীবী শিশুরা

ছবি: প্রতিনিধি

ইবি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রমজীবী শিশুদের নিয়ে ব্যাতিক্রমধর্মী নানা আয়োজন করেছে  ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।

দিবসটি উপলক্ষে বুধবার শিশুদের মাঝে টি-শার্ট, খাবার ও কেক বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। এ ছাড়াও এসব শিশুদের থেকে শ্রমজীবী হয়ে ওঠার গল্প শোনার পাশাপাশি তাদের কাছে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তাঁরা।

বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালের সামনে ক্যাম্পাস সংলগ্ন এলাকার ভ্যানচালক, রংমিস্ত্রি, দোকান সহকারীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত এসব শিশুদের গায়ে হলুদ টি-শার্ট পরিয়ে দেন প্রেস ক্লাবের সদস্যরা। রঙিন পোশাকে শিশুদের মুখে হাসির রেখা ফুটে উঠে। পরে শিশুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে গল্পের আসর জমান তাঁরা। 

এ সময় শিশুরা তাদের দূর্দশাগ্রস্থ জীবন, পারিবারিক অস্বচ্ছলতা, শ্রমজীবী হয়ে ওঠার গল্প ও নিজেদের স্বপ্নের কথা বর্ণনা করে। পরে তাদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোরসহ জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমান, কোষাধ্যক্ষ আহসান নাঈম, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহবুবসহ প্রেস ক্লবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইবি প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পেরিয়েও আমরা শিশুশ্রম কাটিয়ে উঠতে পারিনি। শ্রমজীবি শিশুদের এ ক্রমবর্ধমান সংখ্যা খুবই দুঃখজনক। আমাদের সাধ থাকলেও যথেষ্ট সাধ্য নেই। সমাজের বিত্তবানরা যদি একজন করে শ্রমজীবী শিশুরও দায়িত্ব নেয় তাহলেও শিশুশ্রম কমানো সম্ভব।’

প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, 'শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাদের আজ পড়াশোনার কথা। কিন্তু তাদেরকে আজ পরিবারের হাল ধরতে হচ্ছে। দিন দিন শ্রমজীবি শিশুদের সংখ্যা বেড়েই চলছে। সমাজের অবহেলিত এ শিশুদের নিয়ে প্রেস ক্লাবের এ আয়োজন সত্যিই অসাধারণ।’

প্রেস ক্লাবের এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ‘শ্রমজীবি শিশুদের নিয়ে প্রেসক্লাবের এ আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার৷ শিশুশ্রমের ক্ষেত্রে পুরো বাংলাদেশের চিত্র একই। সরকারের পাশাপাশি আমরা সকলেই যদি এভাবে এগিয়ে আসি তাহলেই এ পরিস্থির উন্নতি ঘটবে।’

এর আগে দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।