‘ভারত–পাকিস্তানের ‘‌গোপন’‌ শান্তি চুক্তির পেছনে সংযুক্ত আরবের হাত’

‘ভারত–পাকিস্তানের ‘‌গোপন’‌ শান্তি চুক্তির পেছনে সংযুক্ত আরবের হাত’

‘ভারত–পাকিস্তানের ‘‌গোপন’‌ শান্তি চুক্তির পেছনে সংযুক্ত আরবের হাত’

সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে মাসখানেক আগে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও পাকিস্তান। ওই সমঝোতায় বড় ভূমিকা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত এমনটাই জানা গেছে।

ভারত–পাকিস্তানের মধ্যে ওই ‘‌ঐতিহাসিক’‌ চুক্তি স্বাক্ষরের পর দিনই ভারতে এসেছিলেন আরব আমিরাতের এক উচ্চপদস্থ কূটনীতিক। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তার ওই বিষয় নিয়ে কথা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা এ কথা জানান।

একটি মহলের দাবি, চুক্তি স্বাক্ষরের এক মাস আগে থেকেই দু’‌দেশের সাথে আলোচনা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। সীমান্তে শান্তি এবং দু’‌দেশের মধ্যে ‘‌সম্প্রীতি’ বজায় রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে। যা শুরু হয়েছে অস্ত্রবিরতি সমঝোতার মধ্য দিয়ে।

জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্বের জেরে ২০১৯ সালে ভারত–পাকিস্তানের সম্পর্কে বড় চিড় ধরেছিল। দু’‌দেশই রাষ্ট্রদূতদের দেশে ফিরিয়ে এনেছিল। দু’‌দেশের মধ্যে শান্তি চুক্তির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে রাষ্ট্রদূতদের আবার দিল্লি ও ইসলামাবাদে পাঠানোই লক্ষ্য, জানান ওই সরকারি সূত্র। যদিও সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চায়নি ভারত ও পাকিস্তান।
সূত্র : আজকাল