তামিম-মিঠুনের অর্ধশতকে ২৭২ রানের টার্গেট

তামিম-মিঠুনের অর্ধশতকে  ২৭২ রানের টার্গেট

ছবি : সংগৃহীত

সিরিজে টিকে থাকতে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ওয়ানডেতে আজ জয়ের কোন বিকল্প নেই তামিম ইকবালদের সামনে। এমন সমীকরণে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তামিম ইববাল ও মিঠুনের ব্যাটিং নৌপূর্ণে ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৭২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তামিম ৭৮ রান করে ফিরলেও মোহাম্মদ মিঠুন ৭৩ রানে অপরাজিত থাকেন। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই ম্যাট হেনরির বলে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন লিটন দাস।  এর তামিম ও সৌম্য  সেই বিপর্যয় থেকে সমাল দিলেও সৌম্য সরকার বেশিখন স্থায়ী হতে পারিনি।   ব্যক্তিগত ৩২ রান করে স্টাম্পিং এর ফাদে পড়ে সাজ ঘরে ফিরেন সৌম্য সরকার। 

দলীয় ৮৫ রানের মাথায় সৌম্যের বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে দারুণ খেলেছিলেন মুশফিকুর রহীম ও তামিম ইকবাল। তামিম ইকবাল তুলে নেন ব্যাক্তিগত ৫০তম ওয়ানডে ফিফটি। এগোচ্ছিলেন সেঞ্চুরির পথেই। তবে বিধিবাম হয়ে দাঁড়াল রান আউট। ৩১তম ওভারে জেমস নিশামের দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরার আগে ১০৮ বলে ১১টি চারে ৭৮ রান করেন তামিম।    

এরপর মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। তবে ৪১তম ওভারের তৃতীয় বলে স্যান্টনারের বলে হেনরি নিকোলসের হাতে ধরা পড়েন মুশি। দলীয় ১৮৪ রানে ৫৯ বলে ৩৪ রানের ইনিংস খেলে ফেরেন মুশফিক।

এরপর মোহাম্মদ মিঠুনের দুর্দান্ত এক ইনিংস। অর্ধশতক তুলতে মিঠুন খেলেন ৪৩টি বল। কিউইদের বিপক্ষে এদিন মিঠুন খেলেন অপরাজিত ৭৩ রানের ঝকঝকে এক ইনিংস। আর তাতেই টাইগারদের লড়াকু সংগ্রহ।

কিউইদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মিচেল স্যান্টনার। আর একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি আর কাইল জেমিসন।