গ্রিল ভেঙে ২৫ ফুট দেয়াল টপকে সেফহোম থেকে পালালো ১৪ কিশোরী

গ্রিল ভেঙে ২৫ ফুট দেয়াল টপকে সেফহোম থেকে পালালো ১৪ কিশোরী

গ্রিল ভেঙে ২৫ ফুট দেয়াল টপকে সেফহোম থেকে পালালো ১৪ কিশোরী-

গাজীপুরের মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালিয়ে গেছেন ১৪ তরুণী ও কিশোরী। ২৫ ফুট উচু দেয়াল টপকে কিভাবে কিশোরীরা পালালো তা এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। পলাতক ১৪ তরুনীর মধ্যে ৭ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২দিকে শহরের ভোগড়া মোগরখাল এলাকার ‘নারী ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে’ এ ঘটনা ঘটে। পরে বাসন থানা পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর রেলস্টেশন থেকে সাত কিশোরীকে উদ্ধার করে।

তবে বৃহস্পতিবার সকাল ১০টার পরও বাকি সাতজনের সন্ধান পাওয়া যায়নি। বাসন থানা পুলিশ কিশোরীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, বুধবার রাত ১২টার দিকে ওই নিরাপদ আবাসন কেন্দ্রের তৃতীয় তলায় হেফাজতে থাকা ১৪ হেফাজতী জানালার গ্রিল ভেঙে ওড়না বেয়ে প্রায় ২৫ ফুট দেয়াল টপকে পালিয়ে যান। পলাতকদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।