নেত্রকোনায় ৭০ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনায় ৭০ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনায় ৭০ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ৭০ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়্জিব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৬ দোকান মালিককে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলার বৈখারহাটি বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। 

জানা যায়, নেত্রকোনা জেলার জেলা প্রশাসকের আর ডি সি শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণের নেতৃত্ব বৈখারহাটি বাজারে 
ভ্রাম্যমান আদালত অভিযান পারিচালনা করে। এ সময় নকল ব্যান্ডরোল যুক্ত মন্টু বিড়ি, মালেক বিড়ি, পলিথিন ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিভিন্ন দোকান হতে জব্দ করা হয়। এরপর এ সমস্ত অপরাধের জন্য দোষী ব্যক্তিদের পরিবেশ রক্ষা আইন, ধুমপান ও তামাক বিরোধী আইন ২০০৫ এর ১০ এর ১ ও ২ ধারায় জরিমানা করা হয়। উক্ত অভিজান চালিয়ে বিভিন্ন দোকান হতে প্রায় ৭০০০০ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত মালেক ও মন্টু বিড়ি জব্দ করা হয়। এর দায়ে ৬ টি দোকান মালিককে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত মালামাল বাজারের পাশে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়।