স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি-

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের গ্যালারী কক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে তিন ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্যাটাগরি 'ক' ক্যাটাগরিতে ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা ‘গ্রামবাংলা’, 'খ' ক্যাটাগরিতে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ‘মুক্তিযুদ্ধ’ এবং 'গ' ক্যাটাগরিতে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ক চিত্র অঙ্কন করে। এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র-নজরুল কলাভবন চত্বরে গাছের চারা রোপন করে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রশাসন ভবনে কেন্দ্রীয় গ্রন্থাগারের মুক্তিযুদ্ধ কর্ণারগুলোর জন্য বই প্রদান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তী কর্ণার স্থাপন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপাচার্য। এরপর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন সংগঠন, হল ও বিভাগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।