প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ২১১ রানের টার্গেট

প্রথম টি-টোয়েন্টিতে  বাংলাদেশের সামনে ২১১ রানের টার্গেট

ছবি : সংগৃহীত

সফরকারী বাংলাদেশের সাথে হ্যামিল্টনে প্রথম টি২০ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১০ রান করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।    

টসে জিতে ব্যাট করতে নেমে উড়ান্ত সূচনা এনে দেয় মার্টিন গাপ্তিল।  এর ওয়ানডে সিরিজে তাণ্ডব চালানোর পর টি-টোয়েন্টিতেও একই চেহারায় অবতীর্ণ হলেন  ডেভন কনওয়। খেললেন ৫২ বলের ৯২রানের এক ঝড়ো ইনিংস।  পাশাপাশি গ্লেন ফিলিপস, উইল ইয়ংয়ের ব্যাটিং দলকে ভালো অবস্থায় এনে নেয়। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ২টি, মেহেদী হাসান ১টি উইকেট নেন।

ব্যক্তিগত কারণে আগেই টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল । সেই সঙ্গে ইনজুরির কারণে নেই পেসার হাসান মাহমুদও। কাঁধের চোটের কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান-উইকেটরক্ষক মুশফিকুর রহিম।  

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো বাংলাদেশের নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের।  

বাংলাদেশ একাদশ: লিটন দাশ (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।  

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, হামিশ বেনেট ও লোকি ফার্গুসন।