‘মনে হচ্ছে হেফাজতের সঙ্গে জঙ্গি সংগঠনগুলোও সম্পৃক্ত হয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মনে হচ্ছে হেফাজতের সঙ্গে জঙ্গি সংগঠনগুলোও সম্পৃক্ত হয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মনে হচ্ছে হেফাজতের সঙ্গে জঙ্গি সংগঠনগুলোও সম্পৃক্ত হয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী -সংগৃহীত ছবি

হেফাজতে ইসলামের সঙ্গে জঙ্গি সংগঠনগুলো সম্পৃক্ত হয়ে থাকতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শুধু কি হেফাজতই বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে, নাকি এর পেছনে অন্য কেউ আছে— জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন এটা থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে তাদের রণ কৌশলগুলো...বাঁশের কেল্লা ইনভলব (যুক্ত) হওয়া, এখানে মনে হচ্ছে, এটা স্পষ্টই প্রতীয়মান হয়, এগুলো হয়তো আগে যে জঙ্গি সংগঠনগুলো সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করার জন্য প্রয়াস পেয়েছিল, তারাই এখানে আবার নতুনভাবে সম্পৃক্ত হয়েছে আমাদের মনে হচ্ছে। সবকিছু আমরা খতিয়ে দেখছি। যে যেখানে থাকুক আমরা কাউকে ছাড় দেব না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় আজকে প্রেসক্লাবেও অগ্নিসংযোগ করা হয়েছে। একজন সাংবাদিক আহত হয়েছেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সাথে এগুলো পর্যবেক্ষণ করছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শিগগিরই এই নৃশংসতা বন্ধ না হলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।’

এসব থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না হলে আইন অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন আরো ক্ষতিগ্রস্ত না হন, এজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, এই অহেতুক অবস্থা তৈরি করা, সরকারি সম্পত্তি নষ্ট করা ও জানমালের ক্ষয়ক্ষতি করা কারো কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এসব ক্ষতিকর কাজের সাথে যারা জড়িত, তাদের সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’