ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তিন বিমানবন্দর বন্ধ

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তিন বিমানবন্দর বন্ধ

সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোতে একযোগে ডজনখানেক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে করে মস্কোর চারটি প্রধান বিমানবন্দরের মধ্যে তিনটিতে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রবিবার এ হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, এতে করে একাধিক ফ্লাইট বিলম্বিত হয়, যার মধ্যে মস্কোর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ভনুকোভোও রয়েছে বলে রুশ গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার ড্রোন হামলার ধারাবাহিক আঘাত সহ্য করে আসা ইউক্রেন এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়ার মুখপাত্র আরতেম কোরেনিয়াকো টেলিগ্রামে জানান, গ্রিনিচ মান সময় (জিএমটি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিমানবন্দরগুলো বন্ধ রাখা হয়।

তিনি বলেন, “ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”

পরবর্তী পোস্টে কোরেনিয়াকো জানান, ভনুকোভো, দোমোদেদোভো ও ঝুকোভস্কি বিমানবন্দর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আংশিকভাবে পুনরায় চালু করা হয়।

এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রবিবার রাজধানীর দিকে ধেয়ে আসা অন্তত ২৭টি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

২০২২ সালে প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে একাধিকবার নিজেদের আকাশসীমা বন্ধ করেছে রাশিয়া।

এ ছাড়া ইউক্রেন সীমান্তঘেঁষা রুশ অঞ্চল বেলগোরোদের গভর্নর জানান, রোববার ভোরে একটি পারিবারিক গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও চার বছরের এক শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন।

সূত্র: এনডিটিভি