যশোরে মানছে না সামাজিক দূরত্ব

যশোরে মানছে না সামাজিক দূরত্ব

যশোরের সামাজিক দূরত্ব মানছেন সাধারণ মানুষ

যশোর প্রতিনিধি: পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও যশোরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানছেনা জনগন। বন্ধ দোকানপাটের সামনে এখন মানুষের আড্ডা স্থলে পরিনত হয়েছে। এছাড়া দোকান পাট বন্ধ থাকায় যত্রতত্র ফল নিয়ে বসে পড়েছে বিক্রেতারা। ফলে সে সকল জায়গায় ক্রেতা সমগমের জন্য সামাজিক দুরত্ব মানাহচ্ছেনা। এছাড়া কাচা তরকারী ও মাছ বাজার গুলিতেও ক্রেতা সমাগম দেখা যাচ্ছে।  এমনকি মাস্ক মানুষের মুখে নয় থুতনিতে দেখা যাচ্ছে। তবে এই করোনাকালীন সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ।সরকার যেন তাদেরকে সাহায্য করেন এমনটাই দাবি তাদের।

উল্লেখ্য যে,গত ২৪ ঘন্টায় জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন ।