হেফাজতের সহ-সভাপতি কোরবান আলী গ্রেফতার

হেফাজতের সহ-সভাপতি কোরবান আলী গ্রেফতার

হেফাজতের সহ-সভাপতি কোরবান আলী গ্রেফতার - ছবি - সংগৃহীত

হেফাজতে ইসলামের আরেক নেতা মাওলানা কোরবান আলী কাসেমীকে। তিনি হেফাজতের ঢাকা মহানগর সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর দিনই তাঁকে গ্রেফতার করা হলো।  

মঙ্গলবার (২০ এপ্রিল) বাসাবো থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম।

এ নিয়ে সাম্প্রতিক গ্রেফতার অভিযানে পুলিশের হেফাজতে আছেন মোট ১১ জন। এদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতায় সম্পৃক্ততার পাশাপাশি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের অভিযোগও আনা হচ্ছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২৬ মার্চ ও দুই দিন পর দেশের বিভিন্ন এলাকায় হেফাজত কর্মীদের তাণ্ডবের ঘটনায় পুলিশের গ্রেপ্তার অভিযান শুরু হয় ১১ এপ্রিল। প্রথমে ধরা পড়েন সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। আর রবিবার ধরা পড়েন যুগ্ম মহাসচিব মামুনুল হক।