বিশেষ ব্যবস্থায় ভারত থেকে দেশে ফিরলো ৯১ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী

বিশেষ ব্যবস্থায় ভারত থেকে দেশে ফিরলো ৯১ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী

বিশেষ ব্যবস্থায় ভারত থেকে দেশে ফিরলো ৯১ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই-কমিশন অফিসে এনওসি নেয়া ৯১ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী আজ সকাল থেকে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছেন। তবে বাংলাদেশে আসার পরে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে নিজ খরচে। আর বাংলাদেশে অবস্থানরত ৫৮ জন ভারতীয় নাগরিককে ফেরৎ নেবে ভারতীয় ইমিগ্রেশন র্কতৃপক্ষ।  রিপোর্ট লেখা পর্যন্ত ৯১ জন পাসপোর্টযাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আর বাংলাদেশ থেকে ভারতে গেছে ৮ জন ভারতীয় পাসপোর্ট যাত্রী।

বেনাপোল ইমিগ্রেশনে কর্তব্যরত ডাক্তার শুভাশিস রায় জানান, ভারত থেকে এখন পর্যন্ত ৯১ জন বাংলাদেশী বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেছে। এর মধ্যে একজন করোনা আক্রন্ত পাসপোর্টযাত্রী রয়েছে। তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেড জোনে পাঠানোর পক্রিয়া চলছে।