ঈদের পর পাবনায় ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ অভিযান

ঈদের পর পাবনায় ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ অভিযান

ঈদের পর পাবনায় ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ অভিযান

অভ্যন্তরীণ ছোট ছোট নদী ও খাল খনন প্রকল্পের অংশ হিসেবে পাবনায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ইছামতী নদীর অবৈধ দখলদার উচ্ছেদ ও পুনঃখননের কাজ। করোনা পরিস্থিতির অবনতি ও রমজান মাসের কারণে উচ্ছেদ অভিযান সাময়িক বন্ধ থাকলেও  ঈদের পর আবারও শুরু হবে উচ্ছেদ।

পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী জানান, রমজান ও করোনা পরিস্থিতির মানবিক দিক বিবেচনায় সরকারের নির্দেশে ইছামতী নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছিল। আগামী ২০ মে থেকে আবারো উচ্ছেদ কার্যক্রম শুরু করতে পরিপত্র জারি হয়েছে। ঈদের পরে নির্ধারিত তারিখেই পাবনায় উচ্ছেদ শুরু হবে। নদীপাড়ে অবৈধ বাসিন্দাদের সে সময়ের আগেই সরে যেতে অনুরোধ জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে বর্ষা মৌসুম শুরুর আগেই নদী খননের প্রাথমিক কাজও এগিয়ে নিতে চায় পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে খননের ১৫ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রথম পর্যায়ে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি টাকা।

উল্লেখ্য, ইছামতি নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদী খননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনা ও নদীপাড়ে রাস্তা নির্মাণের জন্য প্রথম দফায় পৌর এলাকায় ৭.৬৭ কিলোমিটার এলাকার অবৈধ দখলদার উচ্ছেদ ও খনন কাজ হবে।

৮৪ কি.মি দীর্ঘ ইছামতি নদীর পাবনা পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ৯ কি.মি এলাকায় অবৈধ, দখল, দূষণ ও পানি প্রবাহের অভাবে নদীর অস্তিত্ব সংকটময়। পাবনায় পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাবনার বেড়া উপজলার যমুনা নদীতে মিশেছে ইছামতি নদী। উৎসমুখ দখল, ভরাট হয়ে যাওয়ায় নদীতে এখন পানির প্রবাহ নেই।

ইছামতি নদীতে প্রাণ ফেরাতে নদীর ৩৮ কি.মি এলাকা খনন করে নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে প্রায় ১ হাজার ২ শ’ ২০ কোটি টাকার প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন।