বিজিবি মোতায়েনের পরও ফেরি ঘাটগুলোতে ঘরমুখী মানুষে ঢল

বিজিবি মোতায়েনের পরও ফেরি ঘাটগুলোতে ঘরমুখী মানুষে ঢল

ছবি : সংগৃহীত

ঈদে ঘরমুখী মানুষেল ঢল ঠেকাতে ফেরি ঘাটগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।  তার পরও মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘটে যাত্রীর ঢল অনেকটায় বেশী।    

আজ রোববার (৯ মে) সকাল থেকে বিজিবি সদস্যরা ঘাটের প্রবেশমুখে টহল দিয়ে ঘাটে যাত্রী ও যানবাহন প্রবেশ রোধ করে ফেরত পাঠাচ্ছেন। বিজিবির পাশাপাশি পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে।

এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভোর থেকে নদী পারাপারের জন্য ঘাট এলাকায় এসে জড়ো হয়েছেন হাজার হাজার যাত্রী।
পদে পদে বিঘ্নটা, বেশি ভাড়া আর ফেরি বন্ধ জেনেও যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি। ঘাটে প্রবেশপথের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হলেও ৪-৫ কিলোমিটার পথ হেঁটে হেঁটে যাত্রীরা ঘাটে আসছেন।