দুঃস্থদের মাঝে সেনাবহিনীর ঈদ উপহার

দুঃস্থদের মাঝে সেনাবহিনীর ঈদ উপহার

দুঃস্থদের মাঝে সেনাবহিনীর ঈদ উপহার - ছবি: যশোর প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্দ্যোগে ঈদ-উল ফিতর উপলক্ষে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

বুধবার (১২ মে) বেলা সাড়ে ১১ টায় যশোর সেনানিবাসে সেনা বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর নির্দেশনায় এবং ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নুরুল আনোয়ারের সার্বিক তত্ত্বাবধানে এগুলি বিতরন করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ সহ অন্যান্য কর্মকর্তারা। আজ ৬০০ টি পরিবারের মাঝে খাদ্য সমাগী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে আছে ৬ কেজি চাল, ৫ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, লবন, তেল ও সাবান ।
 
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের ঘুর্ণিঝড় ’আম্ফান’ দুর্গত প্রত্যন্ত এলাকায় যশোর সেনানিবাসের সেনা সদস্যরা এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে এবং এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।