আল-আকসা মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে : হামাস নেতা

আল-আকসা মুক্ত না হওয়া পর্যন্ত  লড়াই অব্যাহত থাকবে : হামাস নেতা

হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয় ভবিষ্যতের জন্য বড় ধরনের ঘটনা হবে। তিনি আরো বলেন, এই সঙ্ঘাতে জেরুসালেম মূল বিষয় হিসেবেই রয়ে গেছে।

সূত্র : হারেজ

ঐক্য : সবচেয়ে বড় বিজয়

ফিলিস্তিনিরা মনে করছে, ইসরাইলের বিরুদ্ধে এবারের যুদ্ধে তাদের সবচেয়ে বড় জয় ছিল ঐক্য। ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে তারা ফিলিস্তিনিদের বিজয় মনে করছে। ফিলিস্তিনিরা সব জায়গায় উল্লাস করছে। সব জায়গার ফিলিস্তিনিরা এক সুরে কথা বলছে। ফিলিস্তিনিদের জন্য এটি একটি অভূতপূর্ব নজির। তারা আরো বলছে যে ইসরাইল শান্তির ভাষা বোঝে না, বোঝে কেবল শক্তির ভাষা।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেন, লোকজন আমাকে বলছে যে হামাদ প্রতিরোধ পতাকার নিচে ফিলিস্তিনি জনগণকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনিরা বলছে যে মঙ্গলবার হওয়া সাধারণ ধর্মঘটে তারা খুশি। কারণ এটা ইসরাইলে, অধিকৃত পশ্চিম তীরে ও পূর্ব জেরুসালেমে বসবাসরত ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করেছে।

তিনি বলেন, তারা এক দিন ধর্মঘট পালন করে। কয়েক দশকের মধ্যে এই প্রথম এ ধরনের ঘটনা দেখা গেল। তারা ধর্মঘট পালন করতে সক্ষম হয়েছে। অনেকে আমাকে বলেছে, এখন পরিষ্কার হয়ে গেছে যে ইসরাইল শান্তির ভাষা বোঝে না, আলোচনার ভাষা বোঝে না, তারা বোঝে কেবল শক্তির ভাষা।

সূত্র : আল জাজিরা