স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

করোনা সংক্রমণের উদ্ধগতি ঠেকাতে টানা সাত সপ্তাহ বন্ধ থাকার পর সরকারি নির্দেশ অনুযায়ী অর্ধেক আসনে যাত্রী নিয়ে আজ সোমবার ভোর থেকে  যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।   

আজ সকাল ৮টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে ‘পারাবত এক্সপ্রেস’ এবং চট্টগ্রামের উদ্দেশে ‘মহানগর প্রভাতী এক্সপ্রেসকে’ ছেড়ে যেতে দেখা গেছে। দুটি ট্রেনই ছিল বেশ ফাঁকা।

করোনাকালীন সময়ে ট্রেনে যাতাযাতরত যাত্রীদের উদ্দেশে বাংলাদেশ রেলওয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছে।

১.প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে।

২.আসনবিহীন কোনো টিকিট থাকবে না।

৩.টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।

৪.বিশেষ প্রয়োজন ব্যতীত রেলভ্রমণ করবেন না এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেয়া হবে না।