ইবিতে মানববন্ধন: 'মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন'

ইবিতে মানববন্ধন: 'মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন'

ছবি : প্রতিনিধি

অবিলম্বে আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী এ দাবিতে সোমবার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা দাবি না মানলে কঠোর আন্দোলনের যেতে বাধ্য হবেন বলে জানান।

মানববন্ধনে দ্রুত ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করা, বিভিন্ন শিক্ষাবর্ষের স্থগিত হওয়া পরীক্ষাগুলো রুটিন দিয়ে দ্রুত সময়ের মধ্যে গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের ভ্যাক্সিন প্রদান নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় 'মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন, খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল? সব চলে সব পরীক্ষা নিতে কিসের ভয়?, আটক শুধু আমরাই নিয়োগ পরীক্ষা বন্ধ নাই' ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানবন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘পরিবহন, শিল্প প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, শপিংমলসহ সবকিছুই চললেও শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। মনে হচ্ছে করোনাভাইরাস যেন শুধু শিক্ষপ্রতিষ্ঠানে গিয়েই আশ্রয় নিয়েছে। দেশের সব এগিয়ে গেলেও আমরা শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছি। ফলে জাতির মেরুদণ্ড শিক্ষা ভেঙে যাওয়া শুরু করেছে।

আন্দোলকারীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আমড়া কাঠের ঢেকি হয়ে আসিনি। ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকসহ অন্য দাবিগুলো মেনে নিন। অন্যথায় কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবো। দেশের সবকিছু চলবে আর আমরা ঘরে বসে থাকবো, এটা হতে পারেনা।’