পদ্মা ও মহানন্দায় পানি বৃদ্ধি অব্যাহত, হাজারো মানুষ পানিবন্দী

পদ্মা ও মহানন্দায় পানি বৃদ্ধি অব্যাহত, হাজারো মানুষ পানিবন্দী

ছবি: সংগৃহিত

পদ্মা ও মহানন্দায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বুধবার চাপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এতে এসব এলাকার নিম্নাঞ্চলের ফসলের মাঠসহ বসত বাড়ি প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম বলেন, ‘বুধবার সকালে পদ্মা নদীর পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটার ও মহানন্দার পানি ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ১১ সেন্টিমিটার ও মহানন্দা নদীতে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। এদিকে হঠাৎ পানির স্তর বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ পড়েছেন সাধারণ মানুষ। তবে জেলা ত্রাণ কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ৫৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।’