দেশে ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমোদন

দেশে ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমোদন

ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়েছে সরকার। - ছবি : সংগৃহীত

দেশে জরুরি ব্যবহারের জন্য করোনার চতুর্থ ভ্যাকসিন হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

এর আগে কোভিডশিল্ড, স্পুটনিক ভি, সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছিল সরকার।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী কোভ্যাক্স গ্রুপ থেকে ফাইজারের টিকা দেশে আসছে। কোভ্যাক্স থেকে প্রথম ধাপে বিনামূল্যে দেশের ১১ শতাংশ মানুষের জন্য টিকা আসার কথা রয়েছে। পরে সরকার চাইলে ওই গ্রুপ থেকে কিনে আরো টিকা আনতে পারবে।

কোভ্যাক্স থেকে প্রথম চালান হিসেবে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা এবং এর সাথে আনুষঙ্গিক উপকরণ আগামী সপ্তাহে দেশে পৌঁছবে। তবে এই টিকা কিভাবে দেয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

অক্সফোর্ডের টিকা দেয়া শুরু হয় গত ২৭ জানুয়ারি। আর গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে চীনের টিকা দেয়া।