রবিবার আসছে এক লাখ ফাইজারের টিকা

রবিবার আসছে এক লাখ ফাইজারের টিকা

রবিবার আসছে এক লাখ ফাইজারের টিকা-

জাতিসংঘের টিকাজোট কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬০০ ডোজ আগামী রবিবার (৩০ মে) দেশে আসছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম প্রধান বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বিকেলে ঔষধ প্রশাসন অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনার টিকা বাংলাদেশে ব্যবহারের জন্য অনুমতি দেয়া হয়েছে।

গত ২৪ মে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত গঠিত কমিটির মতামত ও সুপারিশের ভিত্তিতে টিকাটির অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশ সরকার করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় ১৩ কোটির বেশি মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে।