২৮৭ রানের টার্গেটে শুরুতেই সাকিব, তামিম ও নাইমের উইকেট হারাল বাংলাদেশ

২৮৭ রানের টার্গেটে শুরুতেই সাকিব, তামিম ও নাইমের উইকেট হারাল বাংলাদেশ

সাকিব আল হাসান - ছবি : সংগৃহীত

জিততে হলে ডিঙ্গাতে হবে বড় স্কোর। কিন্তু জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নাজেহাল অবস্থা বাংলাদেশের।

তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার করা ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ রানের মধ্যে দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাজঘরে সাকিব ও নাঈম। দলীয় ২৮ রানে ফিরেন তামিম।

তামিমের সাথে ব্যাটিং ওপেন করেন মোহাম্মদ নাঈম। বাংলাদেশের ৭৩তম উদ্বোধনী জুটি এই দুজন। উপলক্ষটা রাঙাতে পারেননি তিনি। বাঁহাতি ওপেনার ফিরলেন ১ রানে।

ইনিংসের দ্বিতীয় ওভারে দুশমন্থ চামিরার বলটি ছিল অফ স্টাম্পের অনেক বাইরে। নাঈম ড্রাইভ খেললেন শরীর থেকে অনেক দূরে, পা নড়েনি সামান্যও। ব্যাটের কানায় লেগে বল একমাত্র স্লিপের হাতের।

গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হলেও সেই ম্যাচে ব্যাটিং পাননি নাঈম। এবার সেই সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

ইনিংসে তৃতীয় ওভারে বিদায় নেন সাকিব আল হাসান। তিনিও চামিরার বলেই ক্যাচ দেন স্লিপে। সাত বলে চার রান করেন তিনি।

পরে দলীয় ২৮ রানে ১৭ রান করে ফিরেন তামিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে তিন উইকেটে ৮০  রান। ব্যাট করছেন মুশফিক ও মোসাদ্দেক।