যশোর সদর উপজেলার একটি গ্রাম থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার

যশোর সদর উপজেলার একটি গ্রাম থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার

যশোর সদর উপজেলার একটি গ্রাম থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার-

যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের গহরবেড় গ্রাম থেকে কৃষক আসাদুলের ক্ষেতের একটি মেহেগুনি গাছ কাটার সময়, গাছের গোড়া থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার করে স্থানীয়রা। পরবর্তীতে সেটি যশোর বন বিভাগের সহায়তায় ঢাকা থেকে আগত বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা হাফিজুর রহমান সোমবার বিকেলে এসে ডিম গুলি সংরক্ষণের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যান।

স্থানীয়রা জানায়,উক্ত এলাকার আসাদুলের জমির আইলে মেহগুনি গাছ কাটার সময় গাছের গোড়ায় জাত সাপ সহ ডিমগুলি দেখতে পায় শ্রমিকরা। অসতর্কতা বশত শ্রমিকের কোদালের আঘাতে সাপটির মৃত্যু হয়। এর ফলে আতংক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। তখন তারা ৯৯৯ নাম্বারে ফোন দিলে সেখান থেকে স্থানীয় বন বিভাগে খবরটি জানানো হয়,পরে ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা সেগুলি উদ্ধার করেন।

এ সময় উপস্থিত ছিলেন,সামাজিক বন অ ল যশোরের বন সংরক্ষক  মোল্লা রেজাউল করিম, যশোর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক,বন কর্মী আবদুল কুদ্দুস শাওন সহ অন্যান্যরা।