কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিনজনকে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরত

কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিনজনকে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরত

কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিনজনকে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরত

ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া এক নারী ও দুই পুরুষকে আড়াই বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। রবিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে তাদেরকে। ফেরত আসারা  ফরিদপুর ,ব্রাক্ষ্মণ বাড়িয়া ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান,ভালো কাজের প্রলোভনে এরা ভারতে পাড়ি জমায়। সেখানে কাজ করার সময় তারা আটক হয় ও কারাভোগ করে। এরপর একটি শেল্টার হোমের মাধ্যমে ২ দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফেরানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোর্ট থানা পুলিশ জানানয় ,তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে যদি কোন এনজিও গ্রহণ করে তাহলে তাদেরকে তাদের হাতে তুলে দেয়া হবে। তা না হলে তারা নিজ উদ্দ্যোগে বাড়ি ফিরে যাবেন।