মুজিবনগরে স্বেচ্ছাসেবক লীগনেতাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

মুজিবনগরে স্বেচ্ছাসেবক লীগনেতাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

প্রতীকী ছবি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার স্বেচ্ছাসেকব লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমনাকে কুপিয়ে হত্যা করেছে মনিরুল ইসলাম মনি নামের এক মাদকসেবী। এসময় হত্যাকারী মনিরুলকে গণপিটুনিতে নিহত হন।

আজ শনিবার(১২জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হাসেম জানান, মনিরুল ইসলাম মনি একজন মাদকসেবী। তিনি রাস্তার পাশে গাঁজা সেবন করছিলেন। গাঁজা সেবনে বাধা দেয়ায় প্রকাশ্য সাইদুর রহমানকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় মাদকসেবী মনিরুল ইসলাম গণপিটুনিতে নিহত হন। দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।