পশ্চিমবঙ্গে একদিনে করোনায় মৃত্যু ৮১

পশ্চিমবঙ্গে একদিনে করোনায় মৃত্যু ৮১

পশ্চিমবঙ্গে একদিনে করোনায় মৃত্যু ৮১-

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে স্বস্তি দিয়ে আরও কমল করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৪২৮৬ জন, অর্থাৎ সাড়ে চার হাজারেরও কম। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৮১ জনের।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, করোনার (COVID-19) দৈনিক সংক্রমণে এখনও সবচেয়ে এগিয়ে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬৯৩। মৃত্যু হয়েছে ১৯ জনের। তারপরই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় এখানে সংক্রমিত হয়েছেন ৪০১ জন।  মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৮ শতাংশ। উল্লেখ্য, করোনা যুদ্ধে এগিয়ে রয়েছে পুরুলিয়া। এখানে গত ২৪ ঘণ্টায় মাত্র ৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। -কোলকাতা২৪