সময় বাড়লো ব্যাংক লেনদেনের

সময় বাড়লো ব্যাংক লেনদেনের

সময় বাড়লো ব্যাংক লেনদেনের

ব্যাংক লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে, বৃহস্পতিবার (১৭ই জুন) থেকে সব তফসিলি ব্যাংকে আধা ঘণ্টা বেশি লেনদেন হবে। সকাল ১০ টায় লেনদেন শুরু হবে। আর তা বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।বুধবার বাংলাদেশ ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আরো এক মাস বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুসারে, আগামী ১৫ই জুলাই পর্যন্ত চলবে এই বিধিনিষেধ। এর প্রেক্ষিতে ব্যাংকের সময়সূচি সংক্রান্ত ওই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ কর্তৃক জারি করা ওই প্রজ্ঞাপন অনুসারে, ব্যাংকগুলোতে লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের সময়সূচিও বাড়ানো হয়েছে। এতদিন এই সময়কাল ছিল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এটি বাড়িয়ে ৫টা নির্ধারণ করা হয়েছে।।