বিদেশ গমনেচ্ছুরা স্বাচ্ছন্দে করোনা পরীক্ষা করাতে পারছে আদ্-দ্বীনে

বিদেশ গমনেচ্ছুরা স্বাচ্ছন্দে করোনা পরীক্ষা করাতে পারছে আদ্-দ্বীনে

বিদেশ গমনেচ্ছুরা স্বাচ্ছন্দে করোনা পরীক্ষা করাতে পারছে আদ্-দ্বীনে-

রাজধানীর মগবাজার অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে বিদেশ গমনেচ্ছুরা স্বাচ্ছন্দে করোনা পরীক্ষা করাতে পারছে। নমুনা গ্রহণের ১২ ঘণ্টায় মধ্যে রিপোর্ট দেওয়া হচ্ছে। ঝামেলামুক্ত সেবা পেয়ে সন্তুষ্ট সেবা গ্রণহকারীরা।  

মোহাম্মদ বিল্লাহ নামে বিদেশ গমনেচ্ছু সেবাগ্রাহী বলেন, “আমি একটি হাসপাতাল থেকে করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে বিমান বন্দরে যাই। পরে আমাকে বেশ কয়েকটি হাসপাতালের নাম সম্বলিত তালিকা দেখিয়ে বলেন সরকার নির্ধারিত এসব হাসপাতাল থেকে করোনা পরীক্ষার সনদ নিতে হবে। আমার বাসার নিকটে অবস্থিত তালিকার প্রথমে আদ্-দ্বীন হাসপাতালের নাম দেখে এখানে চলে আসি।

তিনি আরও বলেন, আসার পর সুন্দর পরিবেশ দেখে খুব ভাল লেগেছে। কোন লাইন নেই। নেই কোন ঝামেলা। বিদেশ গমনের কথা শুনে আমাকে সাবধানতার সাথে নমুনা গ্রহণ করেন। নির্ধারিত সময়ে আমি রিপোর্ট পেয়েছি। আমি আদ্-দ্বীনের সার্বিক সেবায় অত্যন্ত সন্তুষ্ট।