ভারতে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ছাড়াল

ভারতে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ছাড়াল

ভারতে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ছাড়াল

মঙ্গলবার ভারতের করোনা সংক্রমণ এবং টিকাকরণ নিয়ে দেয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। কোভিড জয়ের পথে এগোনোরই ইঙ্গিত মিলেছিল। কিন্তু বুধবারের পরিসংখ্যানে ফের বাড়ল উদ্বেগ। ২৪ ঘণ্টায় আবার সংক্রমিতের সংখ্যা যেমন ছাড়াল ৫০ হাজারের গণ্ডি, তেমনই একঝটকায় অনেকটা কমল দৈনিক টিকাকরণের সংখ্যা।

রোবাবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৫০ হাজার ৮৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল যা ৪২ হাজারে নেমে গিয়েছিল। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯। এক দিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৫৮ জন। দেশে এখনো পর্যন্ত করোনার বলি ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়া নিয়ে ক্রমেই বাড়ছে আতঙ্ক। বিশেষজ্ঞরা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন আর কয়েক সপ্তাহ পরই নতুন করে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে মারণ ভাইরাস। তারই মধ্যে করোনার ডেল্টা স্ট্রেন নিয়েও উদ্বিগ্ন দেশবাসী। এমন পরিস্থিতিতে ২১ জুন টিকাকরণে রেকর্ড গড়েছিল ভারত। ৮৬ লাখেরও বেশি মানুষ এক দিনে পেয়েছিলেন করোনা ভ্যাকসিন। কিন্তু পরের দিনই একলাফে তা কমে দাঁড়াল ৫৪.২২ লাখে। কেন রাতারাতি ঝপ করে এতখানি গ্রাফ পড়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনো পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন ২৯ কোটি ৪৬ লাখেরও বেশি মানুষ।

তবে মানুষ নতুন করে গৃহবন্দী হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হলো ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন। সেই সাথে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন। এখনো পর্যন্ত দেশে ২ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৮৫৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। করোনা মোকাবেলায় টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লাখ ১ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন