সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩১৫ জন।

শনিবার (২৬ জুন) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরমধ্যে সাতক্ষীরা জেলার ১৫৫টি নমুনা পরীক্ষা করে পজিটিভ আসে ৪২টি। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ১৬৭ জনে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা বলেন, এখন বিভিন্ন হাসপাতালে ৩৯১ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪১ জন পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

তিনি বলেন, ‘আজ শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাতক্ষীরার দু’টি হাসপাতালে ৪১ জন পজেটিভ রোগীসহ ভর্তি রয়েছেন মোট ৪১৫ জন। এরমধ্যে ২৭ জন পজেটিভসহ ২৮১ জন ভর্তি রয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। আর ১৪ জন পজেটিভসহ ১৩৪ জন রোগী ভর্তি রয়েছেন জেলা শহরের বেসরকারি হাসপাতালে।’