বেনাপোল কাস্টমস হাউস : লক্ষ্য মাত্রার চেয়ে ১৩শ কোটি টাকার রাজস্ব আদায় বেশী

বেনাপোল কাস্টমস হাউস :  লক্ষ্য মাত্রার চেয়ে ১৩শ কোটি টাকার  রাজস্ব আদায় বেশী

বেনাপোল কাস্টমস হাউস : লক্ষ্য মাত্রার চেয়ে ১৩শ কোটি টাকার রাজস্ব আদায় বেশী

করোনা মহামারিতেও বেনাপোল কাস্টমস হাউজে গত অর্থ বছরের ১১ মাসে (জুলাই-মে) লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৩ শ কোটি টাকার রাজস্ব আদায় বেশী হয়েছে। এই বন্দর দিয়ে শিল্প-কারখানায় ব্যবহৃত কাঁচামাল, মেশিনারী, তৈরি পোশাকের কাঁচামাল,বিভিন্ন ধরনের কেমিক্যাল, টায়ার, মোটর গাড়ি, বাস ও ট্রাক চেসিস, মেশিনারি যন্ত্রাংশ,শিশু খাদ্য, প্রসাধন সামগ্রী , পেঁয়াজ,  বিভিন্ন ধরনের ফল ,চাল সহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি করা হয় । আর রপ্তানি পন্যের মধ্যে আছে পাট ও পাটজাত দ্রব্য, মেলামাইন সামগ্রী, সিরামিক,তৈরি পোশাক ,মাছ ,বসুন্ধরা টিস্যু, মশারী,মাছ ইত্যাদি।

বেনাপোল কাস্টমস হাউজের উপ- কমিশনার শামিমুর রহমান জানান গত ২০১৯-২০২০ অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায় হয়েছিল ২৪৩১ কোটি টাকা।একই সময়ে চলতি অর্থ বছরের ২০২০-২০২১ অর্থবছরে প্রথম ১১ মাসে একই সময়ে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৩ শ কোটি টাকা বেশী।