সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

সাতক্ষীরায়  করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

সিমান্তবর্তী জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনা উপসর্গ ৩২১ জনের মৃত্যু হল। আর আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৪ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

আজ রবিবার( ২৭জুন) সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মারা গেছে। স্বাস্থ্যবিধী মেন মৃত স্বজনদের দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৪ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৩৩ শতাংশ। এ নিয়ে জেলায় রবিবার সকাল পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৪ জন। জেলায় বর্তমানে ৮৬২ জন করোনাভাইরাস পজেটিভ রোগী  চিকিৎসাধীন রয়েছন।