ভারতে করোনায় মৃতু ও সংক্রমণ কমেছে

ভারতে করোনায় মৃতু ও সংক্রমণ কমেছে

২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭৩৮ জন-

করোনার বিরুদ্ধে শক্ত হাতেই যুদ্ধ করছে ভারত। পরপর দু’দিন নিম্নমুখী দেশটির করোনা সংক্রমণ। অ্যাকটিভ কেস কমার পাশাপাশি স্বস্তি জোগাচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। 

শনিবার (০৩ জুলাই) ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রনালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪ হাজার ১১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে ৫ শতাংশ কম। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বাংলা-সহ বেশিরভাগ রাজ্যে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। গতকালের থেকে ২৪ ঘণ্টায় কম মৃত্যুও। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭৩৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ১ হাজার ৫০ জন।

তবে মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রনলয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশটিতে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩ জন। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। 

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৭ হাজার ৪৭৭ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। -সংবাদ প্রতিদিন