এ বছর ৫৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত : স্বাস্থ্য অধিদপ্তর

এ বছর ৫৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত : স্বাস্থ্য অধিদপ্তর

এ বছর ৫৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত : স্বাস্থ্য অধিদপ্তর

চলতি  বছর জানুয়ারি থেকে মঙ্গলবার (৬ জুলাই) পর্যন্ত সারা দেশে ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার (৭ জুলাই) অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ কথা জানানো হয়। বুলেটিনে বক্তব্য দেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

তবে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তথ্য নেই।নাজমুল ইসলাম বলেন, বৃষ্টিতে পানি জমে থাকছে। এ কারণে ডেঙ্গুর বাহক এডিস মশা কিছুটা বাড়ছে।তিনি বলেন, করোনাভাইরাসের প্রতি বেশি নজর দেওয়া হলেও ডেঙ্গুকে উপেক্ষা করার কোনও সুযোগ নেই।