পাবনায় সেনাবাহিনীর ভ্রাম্যমান জরুরী চিকিৎসা সেবা, ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

পাবনায় সেনাবাহিনীর ভ্রাম্যমান জরুরী চিকিৎসা সেবা, ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

পাবনায় সেনাবাহিনীর ভ্রাম্যমান জরুরী চিকিৎসা সেবা, ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ -

পাবনা প্রতিনিধি: পাবনায় তৃনমূল পর্যায়ে করোনাকালীন সচেতনতা সৃষ্টি এবং অসহায়- দুঃস্থ মানুষদের জরুরী চিকিৎসা সেবা, ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ভ্রাম্যমান মেডিক্যাল টিম।

বুধবার (০৭ জুলাই) পাবনা সদর উপজেলার দাপুনিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার ১১ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে এবং ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন বগুড়া ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন ডা. সাকিব লোদী।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা. ডা. মোস্তাফিজুর রহমান। এ কার্যক্রমের আওতায় দিনব্যাপী পাবনা সদর উপজেলার দাপুনিয়া, টেবুনিয়া এবং ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া বড়পাড়া ও সাড়া ঝাউদিয়া কমিউনিটি ক্লিনিকে শতাধিক রোগীকে এ সেবা দেয়া হয়।