পশ্চিমবঙ্গ : করোনা আক্রান্ত ৮৮৫ জন, নিম্নমুখী মৃত্যু

পশ্চিমবঙ্গ : করোনা আক্রান্ত ৮৮৫ জন, নিম্নমুখী মৃত্যু

পশ্চিমবঙ্গ : করোনা আক্রান্ত ৮৮৫ জন, নিম্নমুখী মৃত্যু

ধীরে ধীরে সুস্থ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ । গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৮৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় সংখ্যাটা বেশ কিছু কম। নিম্নমুখী মৃত্যুও। উল্লেখ্যযোগ্যভাবে, একদিনে উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা শূন্য।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৯০ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে ওই জেলা। তবে অত্যন্ত সামান্য হলেও কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ফের দ্বিতীয় স্থানে দার্জিলিং। একদিনে সংক্রমিত সেখানকার ৭৭ জন। তৃতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। একদিনে সেখানকার ৭৫ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। হুগলি চতুর্থ স্থানে।

সেখানে একদিনে সংক্রমিত ৬৮ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও নিম্নমুখী। তবে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গের দার্জিলিংয়ে যেভাবে বাড়ছে সংক্রমণ, তা জারি রেখেছে উদ্বেগ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫,১৩,০১৪ জন।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১১ জনের। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। এদিনের মৃতদের মধ্যে ২ জনকে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ের বাসিন্দা। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৯২৭ জন।

একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,২৪৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৮০, ৫৫৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৮৫ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ২৮৭ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৪৮,১৫,০২১ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।