বেরোবির সহকারী প্রক্টরের দায়িত্বে বেলাল উদ্দীন

বেরোবির সহকারী প্রক্টরের দায়িত্বে বেলাল উদ্দীন

সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন-

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন।

রবিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে আগামী ২ বছরের জন্য এই নিয়োগ প্রদান করা হয়। 

এই নিয়োগ আদেশ ১১ জুলাই পুর্বাহ্ন থেকে কার্যকর হবে। পরবর্তী দুই বছর এই নিয়োগ বলবৎ থাকবে বলে নিয়োগ আদেশে উল্লেখ করা হয়। 

নিয়োগ পাওয়ার পর রবিবার বিকালেই দায়িত্ব গ্রহণ করেন বেলাল উদ্দীন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

বেলাল উদ্দীন বেরোবি প্রগতিশীল শিক্ষক সংগঠন নীল দলের সাধারাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংগঠনটির সহ-সভাপতি পদে দায়িত্বে রয়েছেন।

সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ২০১০ সালে প্রথম বিভাগের সাথে অর্নাস ও ২০১১ সালে মাস্টার্স শেষ করেন। ২০১৪ সালের ১৩ অক্টোবর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।