যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানান যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ। তিনি আরও জানান এরা সকলেই এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃতদের বেশীর ভাগই গ্রামের রোগী । করোনায় মৃতরা হলেন,শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের আ্ইয়ুব আলীর স্ত্রী ৬৫ বছর বয়সী ফুলজান,যশোর শহরের মোল্লা পাড়া এলাকার নুর আলী মোল্লার ছেলে ৪৫ বছর বয়সী আনিসুর রহমান,মনিরামপুরের আমলা গ্রামের আনোয়ারের স্ত্রী হালিমা,বাঘারপাড়া দূর্গাপুরের মোমিন মোল্লার ছেলে ৫৬ বছর বয়সী রেজাউল।

করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন,চৌগাছা সিংহঝুলির আবিদ হোসেনর স্ত্রী ৪৫ বছর বয়সী রহিমা,সদর উপজেলার ধোপাদিয়ার বাসিন্দা নুর ইসলামের স্ত্রী ৫০ বছরের সুখজান,শহরের এফ ব্লকের বাসিন্দা মৃত বদর উদ্দীনের স্ত্রী ৮০ বছর বয়সী আছিয়া,ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা আবদুল কাদেরের স্ত্রী ৬৫ বছর বয়সী শাহিদা এবং সদর উপজেলার হারানপুরের আমিন বক্সের ছেলে ৪৭ বছর বয়সী হায়দার আলী।

এছাড়া যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১১ জন,এইচ ডি ইউতে চিকিৎসাধীন আছেন ১৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছে ৫৩ জন ,করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৬০ জন।এছাড়া করোনা ডেডিকেটেড  জনতা হাসপাতালে ভারত ফেরত করোনা আক্রান্ত ১৪ জন রোগী চিকিৎসাধীন আছেন।গত ২৪ ঘন্টায় ৪৫১ টি নমুনা পরীক্ষায় ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।