রামেক করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের(রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।  এদের মধ্যে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৪৫ দিনে মোট ৬২০ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের(রামেক) করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে।    গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৬৫০ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৬৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫.৮৪%।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৭ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।