কোন টিকা নিলে কতটি দেশে যেতে পারবেন?

কোন টিকা নিলে কতটি দেশে যেতে পারবেন?

কোন টিকা নিলে কতটি দেশে যেতে পারবেন?

করোনাভাইরাসে থরথর করে কাঁপছে গোটা বিশ্ব। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। তাবে এর মাঝে মানুষের জীবন জীবিকার জন্য লড়াই করে বেঁচে থাকতে হবে।  জীবন জীবিকার তাদিকে মানুষকে এক দেশ  থেকে অন্য দেশে ভ্রমণ করতে হয়। তবে এখন প্রতিটি দেশ করোনা ভাইরাসের কারণে অন্য দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দিচ্ছে না।   কোনো কোনো দেশে সংক্রমণ কমে যাওয়া ভ্রমণের ওপর কড়াকড়ি শিথিল করেছে। তবে ভ্যাকসিন বা টিকা গ্রহণ অপরিহার্য একটি বিষয়। অনেক দেশই ভ্যাকসিন পাসপোর্টও চালু করেছে। ভ্যাকসিন না নেয়া থাকলে অন্য দেশে প্রবেশ এখন বেশ কঠিন ব্যাপার। 

সম্প্রতি অনুমোদনপ্রাপ্ত ভ্যাকসিনগুলোর মধ্যে কোন কোন ভ্যাকসিন নেয়া থাকলে ভ্রমণে আগ্রহী ব্যক্তিরা কতটি দেশে যেতে পারবেন তার একটি তালিকা প্রকাশ করেছে ভ্রমণবিষয়ক একটি ওয়েবসাইট।

তবে আপনি কোন ভ্যাকসিন নিলে কতটি দেশে যেতে পারবেন সেটা জানা অত্যান্ত জরুরি ।  আসুন জেনেনিই  কোন ভ্যাকসিন কতটি দেশে অনুমদন দিয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিয়েছে ১১৯টি দেশ
ফাইজার-বায়োএনটেকের অনুমোদন মিলেছে ৮৯টি দেশে
স্পুটনিক-৫ অনুমোদন দিয়েছে ৬৯টি দেশ
সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন পেয়েছে ৫৯টি দেশে
মডার্নার টিকার অনুমোদন দিয়েছে ৫০টি দেশ
সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড ৪৫ দেশে অনুমোদন পেয়েছে
সিনোভ্যাকের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ৩৭ দেশ
জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন মিলেছে ৩৩ দেশে
ভারত বায়োটেকের কোভ্যাক্সিন অনুমোদন দিয়েছে ৬ দেশ
ক্যানসিনোবায়োর টিকার অনুমোদন মিলেছে ৪ দেশে।