একদিনে আরো ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

একদিনে আরো ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

একদিনে আরো ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৪২ জন। জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১৫৭৩ জন ডেঙ্গু রোগী। আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০৯ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৫০০ জন।

অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৯ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৯৪৫ জন।সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৪৩৩ জন। এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৩ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।