টোকিও অলিম্পিকে করোনার থাবা, বেড়েছে সংক্রমণের হার

টোকিও অলিম্পিকে করোনার থাবা, বেড়েছে সংক্রমণের হার

টোকিও অলিম্পিকে করোনার থাবা, বেড়েছে সংক্রমণের হার

জাপানের টোকিওতে চলমান অলিম্পিক গেমসে করোনা সংক্রমণের হার বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার গেমস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর জানানো হয়।

গেমসের আয়োজকরা নিজস্ব ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে জানান, ২৪ ঘণ্টায় অলিম্পিক গেমসে সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের করোনা পরীক্ষায় নতুন করে ২৪ জনের ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন অ্যাথলেট রয়েছেন।

করোনায় সংক্রমিত অ্যাথলেটদের নাম প্রকাশ না করা হলেও বিবৃতিতে জানানো হয়, তারা কেউই জাপানের বাসিন্দা নন। আক্রান্তদের কোয়ারিন্টিনে নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।নতুন সংক্রমিতদের নিয়ে টোকিও অলিম্পিকে মোট সংক্রমিতের হার দাঁড়ালো ১৯৩ জনে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর নির্ধারিত টোকিও অলিম্পিক গেমস স্থগিত করা হয়েছিল। এক বছর বিলম্ব করে গত ২৩ জুলাই গেমস শুরু হলেও উদ্বোধনের আগেই অলিম্পিক ভিলেজে হানা দেয় করোনাভাইরাস। ভাইরাস সংক্রমণের কারণে জাপানের অনেকেই এই বছরও গেমস স্থগিত রাখার দাবি করে আসছিলেন।

সূত্র : আনাদোলু এজেন্সি