বান্দরবানে বন্যায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি।। তলিয়ে গেছে হাজার হাজার বসত বাড়ি

বান্দরবানে বন্যায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি।। তলিয়ে গেছে হাজার হাজার বসত বাড়ি

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানে বন্যা দেখা দিয়েছে। এতে জেলা সদর, থানচি, লামা, নাইক্ষ্যংছড়ি এবং আলীকদম উপজেলার কয়েক হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। এসব এলাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

শুক্রবার সকাল থেকে শহরে বৃষ্টি কমলেও উজানে প্রচুর বৃষ্টিপাতের কারণে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকঁখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে ঝুঁকিতে থাকা বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।