আজ ব্যাংক বন্ধ

আজ ব্যাংক বন্ধ

আজ ব্যাংক বন্ধ-

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে গত ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন চলছে। এরমধ্যেও ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলছিল। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং লেনদেনের সময়সীমা বাড়িয়ে কর্মদিবসের সংখ্যা কমানো হয়েছে। সেই কারণে আজ বুধবার সব ব্যাংক বন্ধ রয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী গত রোববারও (১ আগস্ট) বন্ধ ছিল ব্যাংক।

এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।

গত ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে এবং ২, ৩ ও ৫ আগস্ট নতুন সময়সূচি অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

ব্যাংকিং লেনদেন সময়সূচি লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলেব বিকেল ৪টা পর্যন্ত।

গত ১৩ জুলাই জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৯ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।