আফগানিস্তানের তৃতীয় প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান

আফগানিস্তানের তৃতীয় প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান

আফগানিস্তানের তৃতীয় প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান

তালেবান বাহিনী কুন্দুজ দখল করার কথা ঘোষণা করেছে। এর মাধ্যমে তারা তিন দিনের মধ্যে আফগানিস্তানের তৃতীয় প্রাদেশিক রাজধানী জয় সম্পন্ন করল।তালেবান রোববার এক বিবৃতিতে জানায়, তারা নগরীর পুলিশ সদরদফতর, গভর্নরের কম্পউন্ড ও কারাগার দখল করেছে।

কুন্দুজের স্থানীয় সূত্র ও সাংবাদিকেরা আল জাজিরাকে প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে তালেবান নিমরোজ ও যোজান প্রদেশের রাজধানী দুটি দখল করেছিল।

এর আগে ২০১৫ ও ২০১৬ সালে তালেবান কুন্দুজ জয় করেছিল।তালেবান শনিবার শেবারগান নগরীও দখল করেছে বলে নগরীর ডেপুটি গভর্নর জানিয়েছিলেন।এক অধিবাসী বলেন, কুন্দুজের লোকজন পালিয়ে যাচ্ছে। তারা তাদের বাড়িঘরের বাইরে যেতেও ভয় পাচ্ছে।
সূত্র : আল জাজিরা