আফগান শরণার্থীদের আশ্রয় দিতে জাতিসংঘের আহ্বান

আফগান শরণার্থীদের আশ্রয় দিতে জাতিসংঘের আহ্বান

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার একদিন পর বিশ্বের সব দেশকে আফগানিস্তান থেকে শরণার্থী গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি তাদের নির্বাসিত করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন আফগান জনগণকে পরিত্যাগ না করে।

এক টুইট বার্তায় তিনি আহ্বান জানান, "দেশগুলো যেন আফগান শরণার্থী গ্রহণে ইচ্ছুক থাকে এবং কোন আফগানকে ফেরত পাঠানো থেকে বিরত থাকে"।

জাতিসংঘ মহাসচিব টুইট করে লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে’ আফগানিস্তানের ঘটনাগুলো সারাবিশ্ব অবলোকন করছে।

তিনি লেখেন, ‘প্রজন্ম ধরে যুদ্ধ আর কষ্টের কথা আফগানরা জানে। তারা আমাদের পূর্ণ সমর্থন পাওয়ার যোগ্য।’ এখনই সহমর্মিতার উপযুক্ত সময় উল্লেখ করে তিনি তার টুইট শেষ করেন।

 সূত্র: বিবিসি