ভারতে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে

ভারতে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে

ভারতে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে-

দিন দুই আগেই ভারতের করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছিল ২৫ হাজারে। যা কিনা পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। অনেকেই আশার আলো দেখছিলেন, এবার হয়তো ছন্দে ফিরবে ভারত। কিন্তু সে আশায় জল ঢেলে ফের ঊর্ধ্বমুখী ভারতের করোনা গ্রাফ। পরপর দু’দিন ভারতের দৈনিক আক্রান্ত ৩৫ হাজারের বেশি।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের  দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৬ হাজার ৪০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য হলেও বেশি। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লক্ষের বেশি মানুষ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩০ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে বেশি।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৯ হাজার ১৫৭ জন। এই সংখ্যাটা আগের দৈনিক আক্রান্তের থেকে তো বটেই আগের দিনের তুলনাতেও অনেকটা বেশি। অর্থাৎ, একধাক্কায় বেশ খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯ জন। এই সংখ্যাটা ১৪৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৫ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই ভারত করোনা টিকা পেয়েছেন ৫৬ কোটি ৬৪ লক্ষ মানুষ।

 

সূত্র: সংবাদ প্রতিদিন