ভারতে বেড়েছে সুস্থতার হার

ভারতে বেড়েছে সুস্থতার হার

ভারতে বেড়েছে সুস্থতার হার-

অব্যাহত ভারতের করোনা গ্রাফের ওঠানামা। দৈনিক করোনা সংক্রমণের পাশাপাশি একলাফে অনেকটাই কমল অ্যাকটিভ কেসও। স্বস্তি দিচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। করোনার তৃতীয় ঢেউ রুখে দেয়ার জন্য বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার।

আর এ লক্ষ্যে শুক্রবার জাইডাস ক্যাডিলার কোভিড ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেয়া হয়েছে। যার অর্থ এবার ১২ বছরের ঊর্ধ্বে প্রত্যেককেই টিকাকরণের আওতায় আনা যাবে।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার ৪৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৫.৭ শতাংশ কম। ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের পাশাপাশি কমল অ্যাকটিভ কেস।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, ১৫১ দিন পর আজই সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে ভারতে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হলো ৩ লাখ ৬১ হাজার ৩৪০ জন। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।

পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত ভারতে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৯৮২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৬ হাজার ৩৪৭ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে ভারতজুড়ে। যে লক্ষ্যে গিনেস বুকে নাম তুলে ফেলল মুম্বাইয়ের একটি হাসপাতাল। এক সপ্তাহে ৩০ হাজারেরও বেশি মানুষকে ভ্যাকসিন দিয়ে রেকর্ড গড়েছে হাসপাতালটি। যেখানে টিকা পেয়েছেন ধারাভি বসতির বাসিন্দারাও।

ভারতে এখনো পর্যন্ত ভারতে প্রায় ৫৭ কোটি ৬১ হাজারেরও বেশি ভ্যাকসিন দেয়া হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ভ্যাকসিন দেয়া হয়েছে ৩৬ লাখের বেশি। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ২১ হাজার ২০৫ টি নমুনা পরীক্ষা হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন