এখন হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় স্রোত ঘণ্টায় ১১.৭৪ কিলোমিটার

এখন হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় স্রোত ঘণ্টায় ১১.৭৪ কিলোমিটার

এখন হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় স্রোত ঘণ্টায় ১১.৭৪ কিলোমিটার

ইতিহাস ও ঐতিহ্যের ধারক হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় এখন তীব্র স্রোত চলছে। প্রতি ঘণ্টায় এখন হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায়  স্রোতের গতিবেগ ১১.৭৪ কিলোমিটার। বর্তমানে এ পয়েন্টে মোট প্রবাহের পরিমাণ ১৯ লাখ ৯১ হাজার ৪৭০ কিউসেক। আর পানির উচ্চতা ১৪ দশমিক ১৩ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের পাবনা হাইড্রোলজি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে প্রতি সেকেন্ডে স্রোতের গতিবেগ ৩ দশমিক ২৬২৬ মিটার পরিমাপ করা হয়েছে। অর্থাৎ ঘণ্টায় ১১ দশমিক ৭৪ কিলোমিটার বলে তিনি জানান। গত দু’দিনে হার্ডিঞ্জ বিজে পয়েন্টে পানির উচ্চতা কমেছে।

গতকাল সোমবার পানির উচ্চতা ছিল ১৪ দশমিক ১৩ মিটার। ২১ আগস্ট পানির উচ্চতা উঠেছিল ১৪ দশমিক ২০ মিটার। তবে এ বছর এখনো পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করেনি। হার্ডিঞ্জ সেতু পয়েন্টে বিপদসীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ মিটার।তিনি আরো জানান, ১৯৯৮ সালে পানির উচ্চতা উঠেছিল ১৫ দশমিক ১৯ মিটার। পানির মোট প্রবাহের পরিমাণ ছিল ২৫ লাখ ৮১ হাজার ১৯৯ কিউসেক।

এদিকে যমুনার মথুরাপুর পয়েন্টে ১২ সেন্টিমিটার এবং বড়াল পয়েন্টে ৯ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন জানিয়েছেন।পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী অ লের কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে কিছু বাড়ি ঘর ও শস্য  ক্ষেত্র রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।