রামেকে ৮১ দিন পর সর্বনিম্ন মৃত্যু

রামেকে ৮১ দিন পর সর্বনিম্ন মৃত্যু

রামেকে ৮১ দিন পর সর্বনিম্ন মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।  এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে দুজন মারা যান।  রামেক হাসপাতালে ৮১ দিন পর এটিই সর্বনিম্ন মৃত্যু।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ আগস্ট) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। যেটি ৮১ দিন পর সর্বনিন্ম মৃত্যু।  মৃত্যদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নিদেশ দেওয়া হয়েছে।

রোগী ভর্তির বিষয়ে রামেক পরিচালক বলেন, গত একদিনে রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। রামেকে করোনায় আক্রান্ত হয়ে ৯২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৯৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪১৮টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১৯০ জন।

করোনা পরীক্ষার বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৪৬টি নমুনা পরীক্ষায় ২৮ জনের ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫৫৩টি নমুনা পরীক্ষায় ৬৫ জনের পজিটিভ রিপোর্ট আসে।